জানি বৃষ্টি আসবেই

সারাদিন বৃষ্টি-প্রার্থনায় থাকি

একটুকরো মেঘের জন্যই প্রত্যাশা

এমনকি রাত্রিও যায় বিষণ্ন রোদনে

মাঠজুড়ে ধানকন্যার কষ্টের প্রলাপ

মেঘেরা উড়ে উড়ে বনবাসে যায়,

চৈত্র কি শাওন কি পৌষের হিম

কোথাও বৃষ্টি নেই

জনপদে শিশুদের তীক্ষ্ণ বিলাপ

মায়েদের শুষ্ক ওলান,

তবে এর সবকিছুই ক্ষণিক

যেমন রাত্রি দিনের জন্যই নামে

যেমন চমৎকার সকাল উপ্ত থাকে

শর্বরীর ঘনকৃষ্ণ খামে

তেমনি এই খরাও বৃষ্টির আগাম সংবাদ।

Published :

,

Comments

Leave a Reply