প্রেমিক-প্রেমিকারা আজো   বনের ছায়ায়   লেখে নাম  অবিরাম

কেবল   কিশোরী এক   কোন অভিমানে

লিখেছিল গাছের বাকলে   ‘আমরা চলিয়া গেলাম;’

কারা কারা গিয়েছিল  কেই-বা কোথায়

লক্ষ্মী কী রাখে খোঁজ    কে কেন হারায়

কিংবা   রাতের আকাশে   অসীম শূন্যতার মাঝে

যে তারা   রয়েছে ঢেকে    মেঘের ছায়ায়

ভালোবেসে তারে    কেউ কী ফেরায়;

শুধু কবি শোনে   ঝরা পাতার মৃদু মর্মরধ্বনি

যেন তা নয়   শুধু নদীর বাতাস

শোনে   কে যেন ভোরে আর সাঁঝে

এলোচুলে কেঁদে ফেরে      এক অব্যক্ত বেদনায়

পথে-ঘাটে    নদীর কিনারে   বিষণ্ন এই   বেহুলা বাংলায় ॥