শালবীথি ও রবীন্দ্রনাথ

আমি তোমার সাথে হেঁটেছি শালবীথি

ভুবনডাঙার পথ – সে ছিল মধ্যরাত

ঘুমায়নি শালতল – তোমার  সাথে

কথা বলবে বলে বেছে নিয়েছে রাত

জোছনা-গলা হাত আমার সাথে

ওরাও নিশিরাত;

নির্জনতার অন্ধকারে পাশেই মৃণালিনী

শম্পা এসে বললে ধরে হাত – কেন?

কবির সাথে যাবে কোথায় তুমি?

সর্বনাশা পথ – কবি ছাড়া ওখানে

কেউ নেই; যাক না কবি  যাক –

তুমি কেন? তুমি তো নও একা,

কবির সাথে যাবে কোথায়? পথহারা সে

একা, একলা জীবন গুহার মতো একা –

সেখানে সে আপন ভুবন সৃষ্টি করে

একা থাকে, একা বকে বাকুম বাকুম

একলা কাঁদে, একলা হাসে –

ওই-যে তেপান্তর, তরীতে নেই কেউ

গানই শুধু  আছে – আর আছে এক

বাউল নিরাকার, দোতারা এক কালের।

Published :


Comments

Leave a Reply