দ্বিধাঘোর

হয়তো আমার চোখমুখে ছিল

আবেগের গাঢ় রেখা  –

চাঁদজ¦লা রাতে আলোর ইন্দ্রজালে

যখন ছিলাম নিবিড় স্বপ্নে ডুবে

দুজনে হেঁটেছি নীরবেই পাশাপাশি,

সেটুকুই ছিল অর্জিত অধিকার –

তবু মনে হলো কোথাও গহনে তার

রয়ে গেছে দ্বিধাঘোর

নাকি সে নিজেই ছিল দর্পিতা আরো –

চোখ তার ছায়াময়

খুঁজেও পায়নি মিলন-মাধুরী প্রিয়

রয়েছে যা আঁকা মহাকাল মুখজুড়ে –

নয়তো কেন সে আমার আবেগ ভোলে

একা ভোগে সংশয়ে!

চাঁদজ¦লা রাতে ভেসে

নক্ষত্রের অস্তিত্বও হয়তো-বা ভোলে কেউ

তেমন ছিল কি তার অত কাছাকাছি

আমার আবেগ – আমার উপস্থিতি!