নিরঞ্জন কবে আমি মানুষ হবো

সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন, রাত্রি নিবিড়
নিমীলিত চাঁদ তারা আকাশের আলো
তখন প্রান্তরের অন্ধকারে এসে দাঁড়াই; একা একা –
নিরঞ্জন কবে আমি মানুষ হবো!

জীবনী পড়ে পড়ে ক্লান্ত আমি, দর্শনে দিশেহারা।

নিরঞ্জন আমি কামেন্দ্রিয়ের
বাক্ হস্ত পদ পায়ু ও উপস্থ দিয়ে সাধি
নিরঞ্জন আমি জ্ঞানেন্দ্রিয়ের
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক দিয়ে সাধি
নিরঞ্জন আমি অন্তরেন্দ্রিয়ের
মন বুদ্ধি অহংকার ও চিত্ত দিয়ে সাধি
নিরঞ্জন … নিরঞ্জন
মনে পড়ে
সুদূর শৈশবে একজন মাননীয়
আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন :
মানুষ হও – আর কত দিন আর কত কাল –

নিরঞ্জন কবে আমি মানুষ হবো!