নীলকণ্ঠ অথবা বিনিদ্র রজনি

অভিজিৎ দাশগুপ্ত

 

আমরা হেঁটেছি একশ উপবন

চলে গেছি

আবার ফেরত এসেছি হা-ভাতে।

আমরা হেঁটেছি জ্বলেপুড়ে

 

রোদ ও বাতাস টের পায়,

একদলা অগ্নিও সঙ্গে যেতে চায়…

সমস্ত অশ্বের হ্রেষাধ্বনি

বাগানবাড়ি পিছনে ফেলে রেখে বিনিদ্র রজনি

 

কীভাবে জেনেছে

লালমুন্ড ছোঁয়াতেই ফুলে ওঠে পৃথিবীমাতার গর্ভাধার