নয়ন-পরম্পরা

দিলারা হাফিজ

 

তোমার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব

নিত্য চরাচর;

চোখের ভেতর এতোটা জল

নয়ন পরম্পর

 

ঋষির মতন জীবন কাটে

শূন্য চারণভূমি

তুল্যমূল্য-জ্ঞানের প্রদীপ

সবচেয়ে আজ দামি;

 

প্রতীক্ষাতে নেই তো মানা

অশ্বত্থ বটমূলে

নদীর কাছে নদের গল্প

উভয় কূলে, কূলে;

 

নিজের ভেতর অধরা এক;

নিজেকে না চেনে;

বিষাদগুলো যেমন তেমন

হৃদয় মস্ত বেনে;

 

অর্থহীন এই জীবন যাপন

কেউ যদি না থাকে;

হৃদয় হতে একটুখানি

হৃদয়ে প্রেম অাঁকে…

 

তোমার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব

নিত্য চরাচর;

চোখের ভেতর এতোটা জল

নয়ন পরম্পর