আমি সেই পর্যটক, সমুদ্রভ্রমণ

সীমানা পেরিয়ে সাগরের লোনাজল

আমাকে স্পর্শ করো

অথবা করো না চুম্বন

আমি সমুদ্রে যাবো

আমাকে সমুদ্র-গভীরে যেতে দাও –

আমি জানি পূর্বজন্মে আমি ছিলাম

এক মৎস্যকুমারী

জলজ পৃথিবীতে ডুবে যেতে যেতে

আমি সাগরের নীল ঢেউ মাছের

পেটে জন্ম নিয়েছিলাম

জন্ম নিয়েছিলাম জলে

পৃথিবী বড় সুন্দর

বড় সুন্দর এই অবচেতনের দুনিয়া

বড় সুন্দর এই মহাজগৎ

এত আলো, নীল আলো, নৃত্যরত

নীল প্রজাপতি

তার ডানার আদরে আমাকে

ডেকে গেছে পাতালের দেশে

দিকচিহ্নহীন –