রোকসানা আফরীন

  • রেইকি

    কী নামে ডেকেছে লোকে আমি তা জানি না অন্যের কাছে তুমি কি চেয়েছো জানি না যতক্ষণ পাশে থাকো ছুঁয়ে থাকো প্রাণ কত নাম আসে যায়, কত নাম ঝরে তোমার বুকের পরে কত প্রিয় নাম একটি নামের ভাষা যদি মনে পড়ে প্রাণে দিও ঠাঁই – প্রাণ থেকে প্রাণে গেলে হারাবার ভয় নেই স্পর্শবিদ্যা অন্তহীন একবার ছুঁয়ে…

  • পর্যটক

    আমি সেই পর্যটক, সমুদ্রভ্রমণ সীমানা পেরিয়ে সাগরের লোনাজল আমাকে স্পর্শ করো অথবা করো না চুম্বন আমি সমুদ্রে যাবো আমাকে সমুদ্র-গভীরে যেতে দাও – আমি জানি পূর্বজন্মে আমি ছিলাম এক মৎস্যকুমারী জলজ পৃথিবীতে ডুবে যেতে যেতে আমি সাগরের নীল ঢেউ মাছের পেটে জন্ম নিয়েছিলাম জন্ম নিয়েছিলাম জলে পৃথিবী বড় সুন্দর বড় সুন্দর এই অবচেতনের দুনিয়া বড়…