কী নামে ডেকেছে লোকে

আমি তা জানি না

অন্যের কাছে তুমি কি চেয়েছো জানি না

যতক্ষণ পাশে থাকো ছুঁয়ে থাকো প্রাণ

কত নাম আসে যায়, কত নাম ঝরে

তোমার বুকের পরে কত প্রিয় নাম

একটি নামের ভাষা যদি মনে পড়ে

প্রাণে দিও ঠাঁই –

প্রাণ থেকে প্রাণে গেলে হারাবার ভয় নেই

স্পর্শবিদ্যা অন্তহীন

একবার ছুঁয়ে দিলে অন্ধ সে খনির পিপাসা

প্রাচীন মন্দির তার খুঁজে পায় ব্রহ্মস্বাদ,

            গূহ্যজ্ঞান, কুলকুণ্ডলিনী

তন্ত্রবলয় থেকে কথা বলে আলো

ও আমার স্পর্শবিদ্যা প্রেমমন্ত্র রেইকি শেখালো।