পিতলের ঘুঘু

পিতলের ঘুঘু আমি, খুঁটে খাচ্ছি নিকেলের কণা

ডানায় কালের চিহ্ন – শিল্পীর নিখুঁত কারুকাজ;

তুলির রহস্য-মায়া, সাধনার অধরা কম্পন

আমার গম্ভীর ডাকে প্রযুুক্তির বন ভারি আজ 

দ্বিপ্রহর বাজায় নূপুর নাকি অদৃশ্য মর্মর

অরণ্যের বুক জুড়ে নিরন্তর বহে ছেলেবেলা

পড়ন্ত বিকেল ছাড়ে দীর্ঘশ্বাস, হাওয়ার ঘর্ঘর 

কণ্ঠে ঝুলে আছে তীব্র তৃষ্ণা, ঘু-ঘু ডাকছি কেবল