প্রজন্ম

আলোর সঙ্গে পাল্লা দিয়ে তোমার কল্পনা বারবার

চ্যাম্পিয়ন হয়েছে, তবু কেন আলো হতে চাও! কল্পনার শেকড়

প্রোথিত করো মাটির গভীরে যেখানে জলের  বুকে ভেসে

বেড়ায় বক-সাদা পাথর যার একপিঠে লেখা আছে

তোমার জীবনবৃত্তান্ত; কল্পনার দাড়িতে পাথর বেঁধে টেনে তোলো

মাটির ওপরে, সময় থাকতে অপর পিঠে লিখে ফেল আগামী

প্রজন্মের ভাগ্যলিপি, পুঁতে দাও তাকে মাটির বুকে, হয়তো পাথর

ফুঁড়ে জন্ম নেবে কলমিলতা, ফুলে বসে হেসে উঠবে তোমার

কর্মফল … তুমি কি চাও না সজীব কল্পনার ডানায় চড়ে

সিরিজ প্রজন্মের মাটির বাঁশির সুরে উড়ে যাক

জীবনবৃত্তান্তের ধুলো! ভাবো, আলো হবে নাকি আলোর

পেছনে যে অন্ধকারের কংক্রিট আছে তার শরীর ভেদ করে

অনন্ত কল্পনায় মিশে গিয়ে পৌঁছাবে নতুন নতুন গ্রহে যেখানে খুঁজে

পাবে তোমার পূর্বপ্রজন্মের প্রাপ্তি-অপ্রাপ্তির ইতিহাস …