শূন্য থেকে শূন্যতায়

সমস্ত শরীরে প্রার্থনার পরশ পেয়ে

রাতকানা রাজহাঁসগুলো

ছুঁয়েছে নিরন্তর স্তব্ধতাকে।

জ্যোৎস্নার আড়ালে নিশ্চুপ দাঁড়িয়ে হাসতো

কপোতাক্ষ জলের শান্ত সেই মেয়ে। এখন সে

স্বপ্নের বুকে মাথা রেখে কান পেতে শোনে

অন্ধকারে বৃষ্টির শব্দ …

স্বপ্নীল মায়ার অবাধ চোখের সেই মেয়ে

চেতনার চূড়ায় লাজুক নূপুর পায়ে,

নিবিড় জ্যোৎস্নার ভেতর হেঁটেছিল

শূন্য থেকে শূন্যতায় ভেসে।

Published :