প্রেমের চতুর্দশপদী

চঞ্চুতে চঞ্চুতে প্রেম হলে মন্দ নয়। পাখি সব

যেমন প্রণয় করে পাখার ঘর্ষণে, পালকের

স্পর্শ পেলে শিহরণ ঘটে যায়, তেমনি উড়ালে

ভালোবাসা হবে আমাদের। খড়কুটো ঠোঁটে নিয়ে

বাঁধব না কেউ ঘর, বাবুই পাখির কারুকাজ

হয়ত হবে না। কোকিলের মতো ডিম পেড়ে যাব

অন্য কারো ঘরে। পাখিরা জানে না কবে কার বাসে

জন্মেছিল! কোথায় নিবাস ছিল কোন তরুমূলে!

পক্ষীরূপে একসঙ্গে উড়েছি কি আমরা দুজন

পূর্বজন্মে? বনের পাতায় তুলেছি কি সুরধ্বনি?

বৃথাই মানুষরূপে বেঁচে থাকা, পরজন্মে যেন

পাখি হয়ে প্রান্তরের পারে আকাশের নীলিমায়

ভেসে যেতে পারি। পাখিদের ভিড়ে একান্তে তোমাকে

পেতে চাই। সমাজ সংসারহীন শুধু ভালোবাসা।