বসন্তকালে আমার ভীষণ নদীর কাছে

যেতে ইচ্ছে করে।

তারপর ধীরে ধীরে নদীটি চলে আসে

আমার ভেতর।

সেখানে চই চই ডেকে যায় হাঁসেরা

বৃষ্টি পড়ে, কত জন্মের বিষণ্নতা হাঁক দেয়

আমি কাঙাল হই শৈশবের শিউলি ফুলকে

স্পর্শ করবার জন্য।

পায়ে জড়ানো ধুলো, প্রিয় ডাকনাম

নদীর ধারে ছোটবেলার গ্রাম।

বুড়ো অশ্বত্থ গাছে, ছায়া ঘন হয়ে থাকে

ঘুঘুর ডাক তীব্র নির্জনে।

ফিরে পেতে ইচ্ছ করে পুরনো পাড়া

তারপর শৈশবের সেই শূন্য বাড়িটা কখন যেন

নদী হয়ে যায়।

নদী শুকিয়ে গেলে বিচ্ছেদের মাঠ

পায়ে জড়ানো ধুলো, প্রিয় ডাকনাম সেই মাঠের থেকে জন্মের প্রথম ডাক।