বিনাশের সপক্ষে এভাবে দাঁড়ালে সুদূর জগৎও

ডাকিনীর মোহে ক্লেদ ও আগুনে বিলীন হতে

থাকে। স্মৃতিরা আবার স্বপ্নময় দিনগুলির কাছে

ফিরে যেতে চায়। বর্ণ গন্ধ জল দীর্ণ করে তোলে

নাভিমূল চিবুকের রেখা বরাবর দৃশ্যায়নের মদিরা

দ্বিধা ও সংকোচের মুখোমুখি নীলিমায় নীল হতে

হতে ক্ষয়িষ্ণু স্বপ্নের ভেতরে হাঁটু মুড়ে বসে।

সংশয় ও যাতনা বিহ্বলতায় প্রতীক্ষার ভেতর দিয়ে

গড়িয়ে গড়িয়ে যায়। অতলে তলিয়ে যেতে উদ্যত

রহস্যময় চাকা। মানুষের বেদনার অবসাদও বড়

বিষাদময়। ওভাবে মৃত্যুর দিকে ঝুঁকে কী দ্যাখো

তুমি? জীবন এমনই বিস্ময়কর বিষা‌দে জড়া‌নো!