বিবিক্তা

সাহানা মাহবুব

 

শরীরে নদীর গাঢ় ঘ্রাণ!

 

সাঁতরে বেড়ানো শ্যাওলার মতো

শেকড়হীন ভেসে চলি

মিঠে স্রোত থেকে নোনা স্রোতে!

 

মাছেদের ভাবলেশহীন চাহনি

আর গাঙচিলদের মেছো ঠোঁটের

ক্রূর হাসিতে

মাজাঘঁষা জীবন আমার;

 

কেবল

পুরনো আমিতে ফিরতে ইচ্ছে করে তখন –

যখন ভোরের নদীতে

আলো নামে একমুঠো রাত ঠেলে।