বৃষ্টি নামলে

বৃষ্টি নামলে কেমন এক মনখারাপ হয় –

সে কেবল তোমারই জন্যে

কেননা তুমি তো আমারই, পর নয় –

যুগ যুগ ধরে

তুমি আমারই তো ছিলে –

রোজই মেলাতো পা, এই মন

তোমাকে নিয়ে হিজিবিজি ভাবনা মিছিলে –

জলদমেঘে ঢেকে এলো আচানক

যেন সাঁঝ হয়ে এলো এই ভরদুপুর

ঝরল বৃষ্টি উঠোনে, হাসনুহানার পাতায়

সুর তুলে লক্ষ নূপুর –

শ্রাবণের ফিরে যাওয়ার এই দিনক্ষণে

কী যে হলো আকাশের

আমার বৃষ্টিমাখা মনও হলো খেয়ালি, ফেরার –

এলো ফিরে ফেলে আসা রঙিন দিনের স্মৃতি

জুড়ে গেল ছিঁড়ে যাওয়া

বেসুরো থাকা সেতারের সবক’টা তার॥