ভাষাতত্ত্ব ৫

ভাষার সড়কে মুখোমুখি ‘শব্দ ও ধ্বনি’

বাক্যের ট্রাক এসে করলো রক্তাক্ত, খুনি!

কেউ-বা খোঁড়ে বর্ণের কবর

কেউ ব্যথা ও শোকের ঘর

তবুও প্রেম – কথা ও ভাবের মালবাহী ট্রাক

রূপতত্ত্বের ক্লাসে জাতীয় পাখি দোয়েলের ডাক

কিংবা ভাষার সড়কে মুখোমুখি ‘ভবিষ্যৎ ও অতীত’

মাংসের নিরিখে পাখি, বাণিজ্যের নিরিখে সুরেলা সংগীত 

তারপরও জীবনের টান, ব্যথিত কিছু অক্ষর

গন্তব্যের পথে পথে ছড়িয়ে প্রেম হতে চায় অমর