মাসুদ পথিক

  • জন্মান্তর, অঋব

    তো, আমি মরবো ঠিক অপঘাতে – ফুলের স-গোত্র সংঘাতে বুকে এসে বসবে শকুন, পচবে না আমার লাশ, – বাঁচবো আমি সর্বভুক ক্ষুধার্তের পেটে, অথবা আমি বেঁচে রইবো প্রিয়তমা, বিস্মৃতি, তোর নীরব আঘাতে আঘাতে তুই আসবি, ডাকবি কেঁদে কেঁদে ‘ও, আউশ সখা কই গেলি-রে?’ আমাকে ঠোঁটে করে নিয়ে যাবে বাবুই, অ-ভুক্ত সেই ধানক্ষেত, নদী তীরে! ধান…

  • দখল

    অঋব যেখানে যেখানে যেত, আমি এখন যাইবাবা যেখানে যেখানে যেত, আমি ঘুরে আসি সব অনায়াসে ঘুরে আসা যায় শূন্যস্থানপায়ে হাঁটা লাগে না চাইলেই ঘুরে আসা যায় বিষণ্নতা গুলিও বাবা যেসব জমিতে চাষ দিতেনবাবা যেসব জমিতে আঁচড়া ও নিড়ানি দিতেনআমিও তাই তাই করি মনকৃষিতে আমার ছেলে অঋব যেসব অবিশ^াস্য কাজ করতবা দুষ্টুমি করত, এখন আমিও করিএকা…

  • সমালোচক

    ‘শূন্য’ এক ফুলের নাম অথবা ‘মন’ এক ভুলের নাম এই দুটি স্ত্রীর স্বামী যিনি তিনি ভেজা বেড়াল, তিনি কবি চাল নুন আর বাজারের থলে হাতে এঘর ওঘর করে না-করে ফুল ও ভুলের নিচে চাপা পড়ে মারা গেলেন তবুও তার বিপুল অমরত্বের অনুপ্রাস ঘিরে ব্যর্থতার সংসার, সফল সমাজ বাড়-বাড়ন্ত দুয়োরানি সুয়োরানির শ্রুতি ও মিথ আর আঙিনার…

  • কানাবিল ও লাঙল

    যে জমিনে, চাষ করি আমি, তার মালিক এক কানাবিল। সে বিভিন্ন সময়, ভিন্ন রূপে আসেন, জমিন দর্শনে। কানাবিলের বুকে, অফুরন্ত বক ওড়ে, আর জলচর পাখালি। আমার ছেলে অঋব, ও আমি রূপা আমন বুনতে বুনতে দেখি যে, জমির মালিক প্রাতঃভ্রমণে এসেছে। অঋব হাসতে হাসতে প্রশ্ন করে, বাবা এই নারীটা এমন হিংসুটে! জলের রেডিও বাজায় কেন? আমি…

  • এক চিলতে জমি

    এক চিলতে জমি, জো মতো লাঙল দিয়েছি। শূন্যতার বীজ বুনে, নিয়ম করে ছিটিয়েছি জৈব সার। জন্মালো সুফলা স্পেস, সাইবার।  খেলছে কানামাছি, আমাদের বিষাদ সন্তানরা।  দূর থেকে টিপের মতো লাগছে এক একটা স্পেস। ঘুম ভেঙে গেলে দেখি পাশে শুয়ে নাক ডাকছে বউ। কপালের টিপটি কখন পড়েছে খসে! আমি ঘামছি, আর স্পেস থেকে নামছি। যেতে হবে হাতিরপুল…

  • বনচড়ুই, মা, অনর্থ

    মা তাওয়ায় রুটি সেঁকে দেন, আমরা খাই তিন ভাইবোন বসেছি কুনাঘরের দাওয়ায় কিছু বনচড়ুই উড়ে এসে বসেছে উঠানে প্রতিযোগীর মতো ধরতে যাই, আর আমরা উড়ে যাই গমক্ষেতের সম্ভাব্য হাওয়ায় আমরা ক্লান্ত হই একে অপরের কুৎসায় রটনায় মা হৃদপিণ্ড ভেজে দেন তাওয়ায় আমরা রক্তাক্ত হতে হতে খাই মায়ের হৃদপিণ্ড খেতে খেতে আমরাও বাবা মা হয়ে যাই…

  • ভাষাতত্ত্ব ৫

    ভাষার সড়কে মুখোমুখি ‘শব্দ ও ধ্বনি’ বাক্যের ট্রাক এসে করলো রক্তাক্ত, খুনি! কেউ-বা খোঁড়ে বর্ণের কবর কেউ ব্যথা ও শোকের ঘর তবুও প্রেম – কথা ও ভাবের মালবাহী ট্রাক রূপতত্ত্বের ক্লাসে জাতীয় পাখি দোয়েলের ডাক কিংবা ভাষার সড়কে মুখোমুখি ‘ভবিষ্যৎ ও অতীত’ মাংসের নিরিখে পাখি, বাণিজ্যের নিরিখে সুরেলা সংগীত  তারপরও জীবনের টান, ব্যথিত কিছু অক্ষর…

  • আমাদের ধানজন্ম

    আমার ভেতরে আমি বুনেছি আউশ ধান প্রেম, তুমি খুঁজে পেলে ইতিহাসের ঘ্রাণ ইরি’রা বাহিরে করছে কোলাহল, আর বেঁচে যাওয়ার পূর্বে করি আত্মচিৎকার যদিও, ছেড়ে যায় পাখি, দূরে যায় প্রিয়জন বাজারে বিক্রি হয় সব তার – হাইব্রিড মন পাখির ঠোঁটে ধান, আদতে লাশ, অশ্রু বর্ধিত; অশ্রুতে ডুবে গিয়ে ভেসে ওঠা – আসলে আমরা মৃত এবং দীর্ঘ…

  • হিংসুক ও নিন্দুক

    মাসুদ পথিক আর, আমি জলে নামলাম, কুমির ও মাছেরা করলো তাড়া আমি আকাশে উড়লাম, পাখিরা করলো সীমানাছাড়া ফেসবুকে ঢুকলাম, নিন্দুকেরা বললো, এটা আমাদের পাড়া আমি শূন্যতায় ঢুকলাম, দেন, স্বজনেরা আমাকে করলো ঘরছাড়া ইদানীং, তাছাড়া লোকে আমার কবরের পাশ দিয়ে যেতে যেতে বলে, কাপুরুষেরাই কেবল যায় অকালে মারা