ভিতরের জোর

বীথি চট্টোপাধ্যায়
কী মনের জোর তার, ওরকম একটু জোর
এখন খুব দরকার আমার।
সে যদি এতটা পারে, আমি কেন
একটুও নিজের পায়ে দাঁড়াতে পারবো না?
দেয়ালে পিঠ ঠেকে গেলে কেন ভাববো
এবার সব শেষ।
তার-ও তো ছিল না কিছু
প্রেমিক বা প্রতিষ্ঠান কিছু নয়
তবু সে পারলো বলে
আনন্দে কাঁদলো কতো লোক…
কেউ কেউ দাবানল জ্বালবে বলে
সিগারেট ধরালো।
এভাবেও নিঃস্ব হয়ে, একা হয়ে পারা যায়?
ওরকম একটু জোর এখন খুব দরকার আমার।
না হলে নিজের বলে আস্তে আস্তে
আর আমার কিছুই থাকবে না।
মনের জোরে যে কিছু হয়, সেটা
মন থেকে মুছে যাবে।
তাই একটু জোর চাই, ভিতরের খাঁটি জোর
সেভাবে কেউ-ই তাকে ছুঁতে পারলো না
যেমনটি ছিল তাই থেকে গেল।
কেউ তাকে তাদের মতোন করে গড়তে পারলো না,
এরকম একটু জোর, শূন্য থেকে শুরু করা জোর,
আমার জন্যে খুব জরুরি এখন।