মন মহুয়ার জন্য

বসে গেছি। মন মহুয়ার দেখা পাবো বলে। মন মহুয়া তো অভিমানী। ফিরবে না হয়তোবা। আমি তবু গোছগাছ করি। এই গোছগাছ গোপন গোপন। এই পথ চাওয়া একান্ত আমারই। সে এলে স্বপ্ন গড়াবে। দিগন্ত পেরিয়ে। না এলেও ইচ্ছা রূপ নেবে কাব্যময়।

কথাগুলো একা একা বসে ভাবি। গরম কফির কাপে প্রাণটা জুড়িয়ে যায়। আর মন মহুয়ার পেছনে পেছনে ছোটে রাতের সৌন্দর্য। সে সৌন্দর্যে পুনর্বার দেখা হয় মাধবীলতার।

আর আমি মধুর প্রণয় নিয়ে লিখি গল্প

আলোছায়া আলোছায়া।