মর্মর

তুষার কবির

শীতঘুমে পাতা ঝরে; আরো ঝরে মর্মরের ধ্বনি – ভেজা কোরকের ঘ্রাণ ভাসে কৌমুদিনী স্বরে – বিকল পালক ওড়ে চারিদিকে – খড়ের গাদার পাশে শুয়ে থাকে শাদা কাকাতুয়া – কুয়াশার ক্যারাভানে চড়ে হারিয়ে ফেলেছে সে তার

পীতাভ-পিঙ্গল ডেরা!

তুমি চেয়েছিলে আজ শুধু কথা বলে যেতে – ভেতরের চাপা রাখা কথার বুদ্বুদ সব বের করে দিতে – কণ্ঠনালি থেকে তোমার সমস্ত ধ্বনি বেরিয়ে না যেতেই

দ্যাখো বিবশ চোয়াল বেয়ে গড়িয়ে পড়লো শুধু শাদা ফেনা।

মর্মরের ধ্বনি শোনো – আরো শোনো ভেজা কোরকের গান – সকল ইন্দ্রিয় মেলে বুঝে নাও এ শীতের স্বরলিপি – মর্মরের মন্দ্রিত আখ্যান!