মুথাঘাস

অনেক কিছুই বদলে যাচ্ছে –

যেমন বদলে গেছে আমার চুলের রং

আয়নার সামনে দাঁড়ালে দেখি বদলে যাচ্ছে চেহারার আদল, আঁতকে উঠি

এই যাঃ, বুড়ো হয়ে যাচ্ছি তো!

এখানেই শেষ নয়, এই তো সেদিন আগারগাঁও মোড়ে গিয়ে চোখ আমার রীতিমতো ছানাবড়া – 

মস্ত বড় পরিবর্তন 

হৃদয়হরা 

কী শ্রীহীন ছিল একদা, আর এখন সর্বাঙ্গে যৌবনের দোল

হেমন্তের মধুঝরা রোদ, রাস্তায় অবরোধের অলসতা

আমরা যাচ্ছিলাম হাওয়ায় পাল তুলে

বিজয় সরণির কাছে যথারীতি জ্যাম

গাড়ি আটকে ছিল রাস্তায়, আর আমার চোখ রাস্তার পাশে থাকা মুথাঘাসে। আহা, দেখেই কী যে ভালো লাগলো

কত-শত সহস্রাব্দের পুরনো আমাদের চেনাজানা

বদলে যাওয়া এই সময়ে চেনামুখ পুলক জাগায় মনে।