মুমূর্ষু শরৎ সাক্ষ্য দেবে

বইছে উতল হাওয়া-বুকে নিয়ে অর্থহীন গান

রোদেরা দোকান গুটিয়ে চলে যাচ্ছে দক্ষিণখণ্ডে;

মুমূর্ষু শরৎ সাক্ষ্য দেবে বয়স বাড়ছে আমাদেরও

তবুও কেউ কাউকে মান্যতা দিচ্ছি না!

এভাবেই, সরে যাওয়া ভালো – যেমন সরে গেছে

আমাদের আত্মীয়তা ও জিদ, ধনুকের ছিলার মতো

পিঠ বাঁকা করে অসাড় কার্তিকের দেশে!

বিনিদ্র সন্ন্যাসী এক মার্জনা ঘোষণা করে মাঝরাত,

জাগিয়ে দেয় সমূহ পঙ্কিলতা-শারদ প্রত্যাশা;

কী বিচিত্র জীবন! পলেপলে সমঝোতা সাজিয়ে

বেঁচে থাকে, টান হাওয়ায় সুযোগের যাত্রী!

মনে রেখো, বয়স বাড়ছে পৃথিবীর আর আর্তনাদ

গলে দারিদ্র্যধূসর ক্ষয়ে যাচ্ছে বিশ্বাসের মোড়ক

অথচ মান্যতার প্রশ্নে কাঁদছে আজ যৌথজন্মভূমি!

Published :


Comments

Leave a Reply