মৃত্যুর আগে

শ্যামল চন্দ্র নাথ

বোবা সন্ধ্যায় আমি ফিরে যেতে চাই, মরে যাব তাই – নিজের বাড়ি ফিরে যাব ভাবতেই কেমন লাগে! কত যুবক-যুবতীর ভিড়ে ব্যর্থ দিনের শেষ প্রহরে দেখেছি প্রেমের বিক্ষিপ্ত উপহার! আর কি চাই? অন্ধকার গলির ভিতর হেঁটে যাওয়া স্মৃতির ব্যঙ্গ সান্ত্বনা নাকি তীব্র যন্ত্রণা; ওই বেদনার চোখে বিজয়ের হার দেয়নি কেউ তুলে; তবু আমার জীবন চোখে নিভৃতে বয়ে গেছে কত ঢেউ – ভুলে; ছায়ার পথে ঝরিয়ে ধরেছে অন্তরঙ্গ সাথিরা আমার। তাই স্পন্দিত ফসলের মতো সংগ্রহ করে রেখেছি নতুন শস্য-কণা; অপেক্ষা কর পৃথিবী – আমি দুর্জয় বসন্তে প্রেমের রক্তকেতন ওড়াবো নিষ্পাপ মুকুলে – মৃত্যুর আগে।