যুদ্ধ জয়

যদি আমাদের আর কোনোদিন দেখা না হয়।  স্মৃতিটিতি পেছনে ফেলে সামনে এগিয়ে যেও। জানি তুমি কবি নও। স্মৃতিটিতি এসব কবি    অথবা পাগলের কারবার। চলে যেতে ইচ্ছে করে খুব, যেথায় কোনো বন্ধন নেই। বেশ নির্ভার লাগে। চলে যাওয়ার এটাই উপযুক্ত মৌসুম। এবার তৃপ্তি মিলুক সমর্পণে। মৃত্যু আসুক প্রিয়তম হয়ে। বাসরজাগা প্রিয়ার মতো মৃত্যুকে দু-বাহুতে জড়িয়ে ঘুমাব চিরঘুমে।

যখনই এমন ভাবনা আমায় পেয়ে বসে তখনই প্রাণপণে দিই দৌড়। চিতাবাঘ আর হরিণ ঠিক যেভাবে দৌড়ায়। চিতাবাঘ হেরে যায়, জিতে যাই আমি।