যে তোমাকে পেতে চায়

যে তোমাকে পেতে চায় হৃদয়ের গোপন বন্দরে

তাকে তুমি হেলা করে চলে যাচ্ছো ভিন্ন নদীপথে

যে নদীতে বাস করে হিংস্র শ্বাপদেরা! উদ্ধারের

সূত্ররাশি কে শেখাবে আজ এই রৌদ্রদগ্ধ দুপুরে?

প্রাচীন বৃক্ষের কাছে যাবে? শিকড়ের প্রণোদনা

যদি পাই তবে আবারো জন্ম নেবো বৃক্ষের মহিমা

নিয়ে! দূরাগত মাদলের ধ্বনি শরীরে গুঞ্জন তুলে

কোথায় মিলিয়ে যায়? পথে পথে ঘুরে মরি একা;

যে আমাকে পেতে চায় তুমুল বন্ধনে তার কথা

লিখে রাখি বিস্রস্ত জার্নালে; জীবন তো এরকমই –

ঘোর বিপ্রতীপে কেটে যায় বেলা! সন্ধ্যার বারান্দা

যদি হয়ে ওঠে প্রিয় প্রেমাস্পদ তবে আমি লুপ্ত

হবো স্বেচ্ছায়-স্বজ্ঞানে অতলান্ত তোমার অন্দরে

যে তোমাকে পেতে চায় হৃদয়ের গোপন বন্দরে।

Published :