লোভ আর হিংসা

কিছু কি বলার ছিল

আজ নয় গতকাল

সময় জলপ্রপাতের পিচ্ছিল ধারা

নদী হয়ে নেমে আসে

সমতলে মিশে যায় নুড়ি-পাথর

আর জলজ শ্যাওলা

ছোট মাছ পাথরের গা ঠোকরায়

নিরুপায়

মানুষও একদিন চলে আসে খাদের কিনারে

তারপরে ঝাঁপ দেয় নদী হবে বলে লোভ আর হিংসার।

Published :