যে মা তার সন্তান বিক্রি করে এসেছেন

তুহিন তৌহিদ

যে মা তার কোলের শিশুটিকে অর্থের বিনিময়ে এইমাত্র

বিক্রি করে এসেছেন, তার জন্য আমার চোখে কোনো জল নেই

আমার শোক হতভাগা সেই শিশুটির জন্য, কারণ সে তার মাকে

ভালোবাসতে চাইবে – মধ্যরাতে কেঁপে, কেঁদে উঠলে সে চাইবে

মা তাকে জড়িয়ে ধরুক বুকে, সে ‘মা’ বলে ডাকতে চাইবে কাউকে

 

উন্মাদ অশ্বদের পিঠে চড়েছি আমি বহুকাল, এখন গোপন এক আস্তাবলে

তাদের রেখে দিব্যি হেঁটে যাচ্ছি দিগ্বিদিক – অথচ যোদ্ধা অশ্বেরপাল মধ্যরাতে

বেরিয়ে পড়ে – খরস্রোতা নদীর যে তীর ভেঙে পড়ে রাতের অাঁধারে

তার খোঁজ কে রাখে – আমি জেনেছি, ক্ষুধাকে খোদা মানতে জেনেছে মানুষ, তবু

অনেক প্রশ্নের জবাব আজো অজানা রয়ে গেছে আমার

 

এইমাত্র নিজের সন্তান বিক্রি করে আসা হে মা, আমাকে আপনি নিরপেক্ষ না-ই বলুন,

স্বার্থপর বলুন, আমি আপনাকে বলছি, আপনি ক্ষুধা মেটাতে বুক থেকে সরিয়ে দিয়েছেন

উদরের ধন – কখনো কি ভেবেছেন, আপনার সন্তানটি সারাজীবন মায়ের স্নেহের জন্য

ক্ষুধার্ত থেকে যাবে? তার মনের সেই অসীম ক্ষুধা কে মেটাবে?