মনটা যেদিন অধীর থাকে সেদিন আমি

বসে থাকি রাজবাড়ির হাটবাজারে।

           হাটুরেরা চেনাজানা।

           হাজার কথার মধ্যিখানে

           হঠাৎ শুনি বায়স ডাকে।

মনটি তখন ভাবতে থাকে অতীতকথা,

তখন আমি ধুলোর ভিতর লিখতে থাকি

মণিদীপা

এখন কোথায়!

এমনি করে কাটে আমার সারাবছর হাটবাজারে,

           মেঘের ছায়া হিংসা ভুলে

           দেখতো যদি আমার বাড়ি

যে বাড়িটা বানিয়েছিলাম

থাকবো দুজন খড়ের ছায়ায়।

           যখন-তখন হাটুরেরা

           আমার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে আমায় ডাকে,

           দরজা খুলে তাকিয়ে দেখি রজকিনি।

           মণিদীপা।

দু-চোখ দিয়েই জানিয়ে দিলাম আজকে তাকে নিয়ে যাবে

রাজবাড়ির রাজার ছেলে।

সেদিন থেকে বসে থাকি হাটবাজারে