মোস্তফা তারিকুল আহসান

টানা দুপুরে জানালা খুলে দিয়েছি রোদ খাবো বলে
গাছের পাতারা অপেক্ষায় ছিল
গুবরে পোকা ভিমরি খাবার জোগাড়
তবু কোথাও একটু রোদ নেই
মেঘেরা কী সব রোদ শুষে নিয়েছ?
নাকি কেউ সূর্যকে হত্যা করে ফেলল
রোদের হল্কা না মুখে লাগলে আমার বমি বমি পায়
এই ম্লান দুপুরে স্তব্ধতার গান করে কতগুলো কাক
আমি কি রবি ঠাকুরের গান গেয়ে অভিমানী
রোদকে ফিরিয়ে আনতে পারব?