নষ্ট বিশ্ব বিক্রি করতে পারেন

সাজেদুল আউয়াল

সকালের গলিতে হেঁকে যায় ভাঙাড়ি :
নষ্ট মনিটর, বাতিল ব্যাটারি, পুরনো আইপিএস,
নষ্ট কম্পিউটার বিক্রি করতে পারেন;
পুরানা টিভি, অচল ল্যাপটপ, নষ্ট সিপিও,
নষ্ট হারমোনিয়াম বিক্রি করতে পারেন।

একদিন হেঁকে গেল একজন :
ছেঁড়া সম্পর্ক, খেই হারানো মানুষ, ভাঙা মন,
নষ্ট সময় বিক্রি করতে পারেন;
খারাপ মাথা, ঘুণে ধরা ঘুম, নষ্ট ফুসফুস,
নষ্ট কষ্ট বিক্রি করতে পারেন।

কে জানে কবে হেঁকে যাবে কেউ :
দূষিত বাতাস, নষ্ট জল, বিকট শব্দ,
বিপন্ন দেশ বিক্রি করতে পারেন;
পুরানা সংঘ, বিকল চুক্তি, নষ্ট অস্ত্র,
নষ্ট বিশ্ব বিক্রি করতে পারেন!