শিরোনামহীন

সমরজিৎ রায় চৌধুরী বাংলাদেশের সমকালীন চিত্রকলায় এক ব্যতিক্রমী চিত্রকর। তাঁর আবেগ ও অনুভূতি খুবই সংবেদনশীল। তাঁর সৃষ্টিতে এই অনুভবের স্পষ্ট ছাপ ধরা পড়ে গ্রামবাংলার জীবন ও নৈসর্গিক দৃশ্য-অঙ্কনে। তাঁর শিল্পিত চেতনায় লগ্ন হয়ে আছে গ্রামকে গভীরভাবে ভালোবাসার অনুষঙ্গ। সেজন্যে গ্রামের মানুষের সরল জীবন, তাদের আশা-আকাঙ্ক্ষা, পুকুরের জলে স্নানরত নারী বা তাদের আলাপন, গ্রামীণ নারীর প্রসাধন তাঁর চিত্রে বারংবার এসেছে। এই চিত্রগুচ্ছে তিনি যেন গ্রামবাংলার জয়গান গেয়েছেন। একই সঙ্গে কখনো শৈশবের স্মৃতিও তাঁর চিত্রের প্রিয় বিষয় হয়ে উঠেছে।

মোজাইকের ছকের আদলে তিনি তাঁর অনুভূত দৃশ্যসমূহকে বিভাজন করেছেন, আবার কখনো ঘনত্ববাদী জ্যামিতিক বিন্যাসে রচিত হয়েছে তাঁর দৃশ্যপট।

সমরজিৎ রায় চৌধুরী চিত্রকলায় গ্রামের চিত্রকল্পের প্রসঙ্গ, অলংকরণ ও রেখা এবং আকৃতির শক্ত বুনট সর্বত্র ছড়িয়ে দিয়ে রং, আকার এবং পরিসরের ঐক্য নির্মাণ করেছেন। এই অলংকরণের মধ্যে তিনি কখনো বাংলাদেশের লোকশিল্পের কোনো মোটিফকেও ব্যবহার করেন আধুনিক শৈলীতে। মোটিফের আধুনিক আত্তীকরণে তাঁর ছবির অন্তর্নিহিত সৌন্দর্য আরো দৃষ্টিনন্দন হয়ে উঠেছে।

তিনি বাস্তবধর্মী ও বিমূর্ত দু-ধরনের কাজেই দক্ষ ও পারদর্শী ছিলেন। এই দু-ধরনের কাজেই তাঁর শৈল্পিক চেতনা দেশ-আত্মাকে ঘিরে আবর্তিত হয়েছে।

শিল্পীর জন্ম ১৯৩৭ সালের ১০ই ফেব্রুয়ারি কুমিল্লায়, মৃত্যু ৯ই অক্টোবর ২০২২ তারিখে।

প্রচ্ছদে ব্যবহৃত শিল্পকর্মটি ২০১১ সালে অ্যাক্রিলিক মাধ্যমে অঙ্কিত। সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।