শুভকামনা

গভীর রাতের দূরপাল্লার ট্রেনের

সারি সারি যাত্রীবাহী সিটের মতোন

শিয়রে বসে থাকে স্বপ্নেরা

তাদের হাতে হাত রেখে

ঈশ্বরের খোঁজে বেরোই

লাল ধুলোর পথ ধরে

সুঁচের ভেতর যেমন রঙিন সুতো গলে যায়

আমার সত্তায় অনুপ্রবেশ করে

তোমার অনুপস্থিতি

তার পর থেকে আমার

সমস্ত কর্মপদ্ধতি

সেই সুতোর রঙে রঙিন

বাগানে জড়ো হওয়া দেবদূতেরা

ডানা দুটো খুলে রাখে

বৃষ্টিতে ভিজে

প্রহর ঝরে পড়ে শূন্যতায়

জানালায় রাতের দীর্ঘশ্বাস

বিন্দু বিন্দু

আমার ত্বক ও কঙ্কাল

তোমার পায়ের নিচের ঘাস