সময়ের কাছ থেকে

পালাতে পালাতে শেষে এইখানে বনের কিনারে –

কালচে সবুজের ফাঁকে শেষ বিকেলের 

অদ্ভুত আলো এসে ঢুকে পড়ছে তোমার চোখে

এই আলো সত্যি অপার্থিব –   

যেন তা কল্পনার স্বর্গ থেকে নেমে আসছে ধরাধামে,

তবে বর্তমান বড়ো শত্রু ভয়ানক –

বনের ছায়া-ছায়া অচেনা আলো-আঁধারি চমক 

নৃশংসতা ভয় আতঙ্ক ধূসর-বিস্ময় – সব মিলেমিশে এক

অদ্ভুত আলাদা চরিত্রই যেন এই বর্তমান

বুনো কুকুরের মতো বিশাল চোয়াল খুলে তাড়া করে

পেছনে আসছে সে – যেন এক কামড়েই

খেয়ে নেবে অস্তিত্ব তোমার;

গাঢ় আঁধার আবার – আসন্ন সন্ধ্যায় যেন আরো গাঢ়তর

বরং সে-ই ভালো – একসাথে অতীত ও ভবিষ্যৎসহ

এইখানে বর্তমান ছুঁতে পারো তুমি –

তবে কে যে কখন গিলে নেবে তোমাকেই – টেরটি

                                               পাবে না॥