সিনেমার মতো

সিনেমার অর্ধজীবন্ত পোস্টার,

এমন তো হওয়াই যেত!

দৃশ্য থেকে দৃশ্যান্তর হতে

থাকে ফুটপাতের বাস্তব –

স্বাধীনতার পতাকা উড়ছে

লজেন্সের ছেঁড়া কাগজের

গল্প, মুহূর্তে মনে পড়ে

ছবি দিদিমণির মুখ;

পতাকা তুলে স্যালুট করতেন

ঠিক সিনেমার মতো।

প্রেরণা-অনুপ্রেরণার উৎসের মায়া।

সিগনালের সবুজ আলোয়

ছুটতে থাকে ছেঁড়া-খোঁড়া

জীবন্ত পোস্টার।

দিদিমণি সেঁটে আছে দেয়ালে

সাদা-কালো রংহীন ফ্রেম,

ক্রমশ জায়গা করে নিচ্ছে

নতুন নায়িকার মুখ।