পৃথিবীতে ঘুমের চেয়ে পবিত্র আর কিছু নেই

সাদা ধবধবে জায়নামাজের মতো তীর্থ এক নাও

বিছানা পেতে একবার ঘুমিয়ে গেলে –

সহজেই মানুষ আর ফেরেশতার দূরত্ব ঘুচে যায়।

ঘুম এক অমোঘ প্রার্থনা, নত হও

জান্নাতুল ফেরদাউস – খোলা দরোজা গলে হাসে গোলাপ বাহার

ফুল পাখি শারাবান তহুরা চঞ্চল শৈশব

মাধবীলতা নিজেরই ছায়ায় বসে পাঠমশগুল আমছিপাড়া।

হানাহানি রক্তপাত, অনর্থক শুরা সিগ্রেট ধোঁয়া নেই

ক্লেদের নখে কাটে না আমাদের মায়া ও মমতা।

পৃথিবীতে ঘুমের চেয়ে পবিত্র আর কিছু নেই

ঘুমের নায়ে মানুষ আর ফেরেশতার দূরত্ব ঘুচে যায়।