সিন্ধুপারের গজলডোবা

বড় পুকুরের ঘাটে বসে

জল মাপো,

হাওয়ায় আলস্যভরে ঠেস;

যা ঘোড়েল মাছ

জানি, ঠিকানা দেবে না,

টিকি ছোঁয় সে সাধ্যটি কার!

অথচ, কত না মাছ জলে,

টোপ : সুগন্ধি শিফন;

চোখের গহনে কালো টলটলে জল।

ঠান্ডা, তবু গলা ধরে গান

তান পঞ্চমে গড়াতেই খানখান,

হুইল নেমেছে, ফাতনা আধো ডোবা

হায়! পথ ভুল হলোও,

মহাসিন্ধু পার হয়ে শেষে গজলডোবা!