সুপাতলা

তমিজ উদ্‌দীন লোদী

 

আমি হাঁটি আর ভাবি ওইসব টিলা কই?

 

ছড়ার দুপাশে বৃক্ষ, বানরের লাফালাফি, ঝাঁকঝাঁক পাখি কই?

মানুষ নামিয়ে দিয়েছে সব সমতলে।

 

সারি সারি কমলা, লটকান, আম ও কাঁঠালগাছগুলো নেই

 

ইট, কাঠ, লোহার আধিপত্যে ওরা সব পালিয়ে বেঁচেছে।

 

শুধু আছে কোদাল ও কুঠার। যন্ত্রের দাপট।

বদলে গেছে বনরাজিনীলা

বুজে গেছে পদ্মশোভিত পুকুরের শোভা

ছড়ার মিহি বালি আর অসংখ্য অজস্র কইতরের ডাক।

 

যেন অদৃশ্য কোনো দৈত্য ফেলেছে পা এই স্নিগ্ধ জনপদে।