সুবর্ণভূমি

অন্তহীন সবুজের হাতছানি

আর ডাকে মাটির মমতা

স্বপ্নের ডানায় ভর দিয়ে

উড়ে উড়ে

ভেদ করে মেঘের রহস্য

অনন্তের লাল-নীলে পালক ভিজিয়ে

আমি এসে নামলাম

বোধিবৃক্ষে ফুটে আছে

সংখ্যাতীত ফুলের প্রতীক

ডালে ডালে নানান রঙের আলো

জ্বলে সারাক্ষণ

সাগরের তীরে নীল অশ্ব

দেখায় দাপট

জলরঙে আঁকবো ইমেজ

ঢেউয়ের বিচূর্ণ সাদা

ফণার ধরন

দ্বীপের দিগন্তঘেঁষা পাহাড়ের নির্জন সন্ন্যাস

হিমহিম হাওয়ার নাচন আর ওড়াউড়ি

ধরবো তুলিতে

জাদুঘর খুলে দেবে নিজের দরোজা

ধরা দেবে সোনালি অতীত

বলবে একান্ত কথা কানে কানে আপন ভাষায় শোনাবে গৌরবগাথা কালের কবিরা

Published :


Comments

Leave a Reply