মাহমুদ কামাল
-
লম্পট বাতাস
লম্পট বাতাস সব এলোমেলো করে দিলো রোদের কিরণ মেখে চুপচাপ শুয়ে আছে প্রিয় শাড়িগুলি যদিও রঙিন শাড়ি ব্রা-র স্পর্শ পেয়ে বাতাসকে উপেক্ষা করে রোদের সুষমা নিচ্ছে অপরূপ সৌন্দর্যের লাবণ্য স্ফুরণে নারকীয় হতে হতে অখণ্ড থাকে না আর নীরব সত্তা বাতাসের স্নিগ্ধরূপ নারীর স্নিগ্ধতা প্রকাশিত করে বয়ে যায় দ্বিতীয় সত্তায় লম্পট বাতাস তার কৌমার্য হরণ করে…
-
আয়না
কেন ফিরিয়ে দিচ্ছো আমাকে ক্রূর বর্তমান এখন সকালবেলা তুমি দেখতে না পেলেও এখনো সবুজ দেখো আমার পেছনে এখনো বাতাস আমাকে দোলা দিয়ে যায় চাঁদনী রাতের মতো মুখরিত আমার শরীর তবু কেন ফিরিয়ে দিচ্ছো আমাকে শনপাপড়ির মতো চুল বলে? খরায় চৌচির হওয়া জমির মতো এই মুখ আমার তো নয় আমি তো সময়কে বাঁধতে চেয়েছি নদীর স্রোতের…
-
সময়
সময় যেখানে দাঁড়ায়, মোহনায় সেখানেই রাত্রি জেগে ওঠে সমস্ত অমার মাঝে ধ্বনিসাম্য এলোমেলো হয়ে নতুন ধ্বনির কাছে দাঁড়ানো সময় শিহরিত হয় মিথুন মুদ্রায় দ্রুত রাতের নিঃস্বনে যদিও নদীর স্রোত একাকার তবু ঢেউগুলো দুর্বিনীত আঘাতে আঘাত সময় কি দাঁড়িয়ে ছিল? নিমিষেই দাঁড়ানো সময় টুটে গিয়ে মিশে যায় ঘড়ির কাঁটায় তাহলে সময়…? চলে যায় নানাভাবে উজানে ভাটায়
-
স্তব্ধ হয় গতির কল্লোল
নক্ষত্র পতন হলে যতটুকু ক্ষতি হয় গতির স্বপক্ষে থেকে পা পিছলে পড়ে গেলে তার চেয়ে বেশি ক্ষতি গতিহীনতায়। প্রবঞ্চনার মতো হাওয়া যদি ভেঙে দেয় ডাল সেই ডালে অপরাধী অবমুক্ত করে কবুতর দূরের জানালা থেকে বিস্মিত এক চারুমুখ হাওয়ার ভেতর তার দীর্ঘশ্বাস দ্রুত মিশে যায় লবণ হ্রদের কাছে অসহায় দু-চোখের জল। কঠিন পাথর ঘষে জ্বলে ওঠা…
-
পথে পথে ভুল
পথে পথে কত ভুল হলো ভুল হলে ফুলের গন্ধও কমে যায় তখন নতুন দিন পুরনোর মতো মনে হয় বিষণ্ন বিকেলে তাই পরিশুদ্ধ হতে গিয়ে ভুলের তালিকা আরো দীর্ঘ হয়ে যায় কখনো কখনো তাই জিগীষার ডানাগুলো চমকে দিয়ে নিজেকেই প্রশ্ন করে ওঠে কাকে বলে শুদ্ধাচার, পরিশুদ্ধ কার অবয়বে? উত্তর খুঁজতে গিয়ে মনে হলো নেই, তবে ছিল…
-
চঞ্চলতা
চঞ্চলতা শুধু দৃশ্যমান নয় ভেতরেও এর দুরন্ত গতি অনুভবে নদীর স্রোতের সাথে ভেসে যায় যাবতীয় ভুল এ-ভুল প্রকাশ্য নয় বলে কোনো মর্মপীড়া নেই চঞ্চলতা শুধুমাত্র দৃশ্যমান হলে উজানে বাইতে হয় জীবনের গতি যাবতীয় ভুলগুলো প্রকাশ্য হয় বলে বেড়ে যায় মর্মপীড়া ঝড়ের তাণ্ডবে তার মানে এই নয় দৃশ্যমান চঞ্চলতা শুধু ভুল করে তার মানে এই নয়…
-
সময়ের শরিকানা
সময়ের শরিকানা নিয়ে দ্বন্দ্ব ও সংঘাত আছে তবুও সবার দিনের আলোর মতো বয়ে যায় সময়ের স্রোত সময়ের জাতপাত নেই যার যার করে নিতে হয় সময়ের আলো আছে শব্দ নেই, ব্যাকুলতা নেই কেউ বা সৃজনশক্তিতে সময়কে ধরে রাখে কারো হাত ফসকে যায় সমূহ সংবেদ মুহূর্ত লুকিয়ে থাকে শরীরে শরীরে অশরীরী মুহূর্তমা ডেকে আনে রাত সময়ের শরিকানা…
-
মৃত্যুরও নাম আছে
জীবন তো মৃত্যুরই ডাকনাম বিন্দু থেকে হেঁটে এসে বিন্দুতেই ফিরে আসে ঢেউ এই ঢেউ জীবনকে জাগিয়ে দেয় নির্দিষ্ট সীমায় এর বাইরে তুমি আমি কেউ নই ছকের জীবন কিংবা ছকহীন উদোম ক্যানভাসে আঁকা ছবি একই অর্থে প্রকাশিত। হ্যাঁ কিংবা না-এর দ্বন্দ্বে যত হইচই সবই এক সূত্রে গাঁথা জীবনের ডাকনাম মৃত্যু বলেই মৃত্যুরও নাম আছে জীবনের কাছে।…
-
উড়াল-আড়াল
মাহমুদ কামাল পর্বে পর্বে ভাগ করা লৌকিক জীবন কোন পর্বে আছি তবে নিসর্গ-জমিনে! প্রতিটি পর্বেই ছিল অবিশুদ্ধ আলো জিজ্ঞাসাসমূহ থেকে মেলেনি উত্তর দেখা-না দেখার মাঝে ছিল প্রতারণা জানা ও অজানা তাই বড় ব্যবধান। প্রস্তুতিপর্ব শেষ অনেক আগেই আত্মসমর্পণ ছিল দুপুরে-বিকেলে এখন যে পর্বে আছি নামটি দিলাম উড়াল-আড়াল পর্বে পর্বে ভাগ করা এই নিসর্গ জীবনে শুধু…
-
বঙ্গবন্ধু এই সময়ে
সমুদ্রকে কি খণ্ড করা যায়? পর্বত কিংবা পাহাড়! এবং আপনাকে – ? আপনি খণ্ডিত নন, সকলের সর্বজনীন … আপনার অবিচল বিদ্যমানতা আমাদের চেতনায় এবং শোণিতে আপনি কখনো শৃঙ্খলিত নন কিন্তু শৃঙ্খলিত … বাণিজ্যপ্রভুরা আপনাকে গ্রাস করতে শিকল পরাতে চায়। তারাই খণ্ডিত করে আমাদের পরম পিতাকে। তিনি তো তিনি আর কেউ নন আমরা চাই শৃঙ্খলমুক্ত বঙ্গবন্ধু…