চঞ্চলতা

চঞ্চলতা শুধু দৃশ্যমান নয়

ভেতরেও এর দুরন্ত গতি

অনুভবে নদীর স্রোতের সাথে

ভেসে যায় যাবতীয় ভুল

এ-ভুল প্রকাশ্য নয় বলে

কোনো মর্মপীড়া নেই

চঞ্চলতা শুধুমাত্র দৃশ্যমান হলে

উজানে বাইতে হয় জীবনের গতি

যাবতীয় ভুলগুলো প্রকাশ্য হয় বলে

বেড়ে যায় মর্মপীড়া ঝড়ের তাণ্ডবে

তার মানে এই নয়

দৃশ্যমান চঞ্চলতা শুধু ভুল করে

তার মানে এই নয়

ভেতরের দুরন্ত গতি

শুচিস্নিগ্ধ করে দেয় সকল সংবেদ

তাহলে চঞ্চলতা কোথায় কেমন?

ইতিবাচকের নদীর ঢেউ তখনই প্রবাহিত

যখন চঞ্চল ও অচঞ্চলের

চালিকাশক্তিকে পৃথক করা যায়।