সময়ের শরিকানা

সময়ের শরিকানা নিয়ে

দ্বন্দ্ব ও সংঘাত আছে

তবুও সবার

দিনের আলোর মতো

বয়ে যায় সময়ের স্রোত

সময়ের জাতপাত নেই

যার যার করে নিতে হয়

সময়ের আলো আছে

শব্দ নেই, ব্যাকুলতা নেই

কেউ বা সৃজনশক্তিতে সময়কে ধরে রাখে

কারো হাত ফসকে যায় সমূহ সংবেদ

মুহূর্ত লুকিয়ে থাকে শরীরে শরীরে

অশরীরী মুহূর্তমা ডেকে আনে রাত

সময়ের শরিকানা নিয়ে

যতই সংঘাত হোক

যার যার যেভাবেই সেভাবেই সময় সবার।