জ্যোৎস্নার গান

জ্যোৎস্নার গান ভুলে যাওয়া অন্ধ মানুষ –

স্বপ্ন ওড়ে – নিদ্রিত দুপুরে,

নিঃস্বতার তামাশার রঙিন ফানুস

ছিঁড়ে যায় উজ্জ্বল তিমিরে;

রাত্রি জেগে থাকে কুয়াশার

ঘোরলাগা দূর একাত্তরে,

বিদীর্ণ পাঁজরে – মৃত্যু আর –

বিষণ্ন রুগ্ণ ছায়ার ভিড়ে;

জন্মান্ধ রাত্রির সিঁড়ির নিচে নিবিড় নির্জনে

ভুল ওড়ে – মন পোড়ে –

পৃথিবীর প্রিয় ফুলগুলি যায় ঝরে

ময়লাদিনের গূঢ় গহিন আস্তিনে;

দুর্দিনের শীতে কী যে বধির বিষাদ

অন্ধ দূর দেখে জীবনের ক্ষয়ক্ষতি  –

প্রফুল্ল ভোরের স্বপ্ন-সাধ

করতলে ভাঙে প্রতিশ্রুতি;

সন্ধেগুলো শীতরাত্রির ভ্রমণে গেলে

দূর নক্ষত্রেরা যাবে কী গোপন ভুলে!