মাহী ফ্লোরা

  • এইসব নিঃসঙ্গতা

    ‘কোথাও কেউ নেই’ এইসব নিঃসঙ্গতা একদিন কবরের মতো শুয়ে রইলো। একটা শরীর শৈশবের দিকে গেল, একটা শরীর যৌবনের দিকে, সূর্য তার সমস্ত সৌন্দর্য নিয়ে লালটুকটুক মুখ করে ডুবে যেতে যেতে একবার ফিরেও তাকায়নি। সেইসব পথ আগের মতোই। সেই সব নদী। সেই সব গাছ। পাতাদের ঝরে যেতে দেখে সে-কবরটা শুয়েই রইলো। মোড়ে ঘোড়ার গাড়িটি স্থির। এইসব…

  • নিদারুণ গল্প

    জানি তোমার সাথে আর দেখা হবে না। আবেগের সাতফুল বুকে নিয়ে আমি ডুকরে ডুকরে কাঁদবো। সারারাত আমি এই কাঁধে তোমাকে বহন করেছিলাম মনে পড়ছে। একটা দীর্ঘতম সেতু কি তোমার আমার চেয়ে দূরে রাখে নদীর দুই পার? কেমন অপারগতা তোমার? কেমন কান্নায় নদী বয়ে যাচ্ছে। আমি অলসতর সূর্যাস্ত দেখি। তোমার চেয়ে নিকটে আমার হৃদয়ও ছিল না।…