নিদারুণ গল্প

জানি তোমার সাথে আর দেখা হবে না। আবেগের সাতফুল বুকে নিয়ে আমি ডুকরে ডুকরে কাঁদবো। সারারাত আমি এই কাঁধে তোমাকে বহন করেছিলাম মনে পড়ছে। একটা দীর্ঘতম সেতু কি তোমার আমার চেয়ে দূরে রাখে নদীর দুই পার?

কেমন অপারগতা তোমার? কেমন কান্নায় নদী বয়ে যাচ্ছে। আমি অলসতর সূর্যাস্ত দেখি। তোমার চেয়ে নিকটে আমার হৃদয়ও ছিল না।

যে কাঠিন্য আমি একা অবলোকন করেছি, কী অবলীলায় আজ তুমি তোমার বৈশিষ্ট্য বলো তাকে! আমি কি দেখিনি কোমলতার চেয়ে আরো বেশি কিছু ছিল তোমার কাছে, আমার জন্য। ভালোবাসা নাম দিয়ে আমি সে নদীকে বয়ে যেতে দেখেছি। তোমার আমার নিদারুণ গল্প ছিলো সেদিন।

এদিন তাই পাশে এসে বসে থাকে, আমি টের পাই না। তুমি টের পাও না সেদিন দূরে চলে গেছে!