কতিপয় চিত্রকল্প

হঠাৎ উঠেছে ঝোড়ো তাণ্ডব! উথলে উঠলো

সমুদ্রে জল, ভয়াবহ কল্লোল!

একটি জাহাজ দুলছে প্রবল ঝড়ে

বিপজ্জনক এমন ঝড়ের ক্রোধে কেঁপে ওঠে পাহাড় ও সমতল!

জ্যোৎস্নায় জ্বলে কী যে লেলিহান!

ভয়ে থেমে গেছে রাত্রির ঝিঁঝিপোকাদেরও গুঞ্জন!

রাত্রির গাঢ় নৈঃশব্দ্য ছিঁড়ে ফালিফালি করছে সাগর!

অন্ধ রাত্রি! আকাশে তীব্র বিদ্যুৎশিখা!

ঢেউয়ের ওপর ঝলসে উঠছে আগুনের ক্রোধ

বিশাল তিমির পিঠের ওপর চমকায় সেই বিদ্যুৎশিখা। তুমি ক্যাপ্টেন সেই জাহাজের!

প্রকৃতি যখন রুষ্ট করেছ পরিণাম এই –

এই তো বিধান।

জাহাজে তোমার হাজারো যাত্রী, খুব সাবধান!