গাছির গান

সায়ীদ আবুবকর

 

জিড়ন রসের মতো তোমার যৌবন, যূথীমালা;

তোমার খেজুরগাছে আজ আমি দিনান্তের গাছি,

কাটবো পৌরুষ দিয়ে তোমার দুচোখে যত জ্বালা,

তারপর রস দিও, বসতে দেবো না কোনো মাছি

 

ছ-কুড়োর মাঠে আজো ছোলার কি-চমৎকার চাষ,

সেই ছোলাগাছ তুলে পোড়াবো উঠানে মাঝরাতে;

তারপর তোমার ঘরে হালাকুর চলবে সন্ত্রাস,

পৌষের পবন আর স্তব্ধ রাত্রি কেঁপে উঠবে তাতে

 

জিড়ন রসের মতো, যূথীমালা, তোমার যৌবন –

আমার কী চাই আর, আমি এক বুভুক্ষু বাঙ্গাল;

চায়নিজে থাইসুপে মজে না আমার গেঁয়ো মন,

অমৃত আহার মানি যৌবনের ক্ষীর এক থাল

 

বাপদাদা ছিল গাছি, অধমেরও একই পরিচয়

জানা আছে কোন গাছে কয় পোচে রস আনতে হয়