শারমিন সুলতানা রীনা
বহতা এক নদীর মতো যাচ্ছে জীবন কেটে
কেউবা আছে মহাসুখে কেউবা মরে খেটে।
পাঁচতারকা হোটেলে বয় আনন্দেরই ঢেউ
না খেয়ে যে ধুঁকছে মানুষ দেখছে না তা কেউ।
কারো বাগান জুড়ে ফোটে রঙিন কত ফুল
কেউ অকালে যাচ্ছে ঝরে পায় না খুঁজে কূল।
বাঁচার জন্য চলছে কেবল জীবনযুদ্ধ খেলা
উপরে উঠতে কারো চলে যায় যে সারাবেলা।
জীবন মানে হাসপাতালে কেউ যে রোগে ধুঁকছে
কেউবা আবার মরণনেশা সুখটানেতে ফুঁকছে।
জীবন মানে কারো কাছে নতুন কোনো সৃষ্টি
দুই হৃদয়ের মোহনায় কেউ ঝরায় তুমুল বৃষ্টি
জীবন মানে বৃদ্ধকালে একা প্রহর গোনা
সমত্মানকে ঘিরে তাদের স্বপ্নের জাল বোনা।
জীবন মানে রাখাল ছেলে মাঝির কণ্ঠে গান
গভীর রাতে কারো বাঁশি উতল করে প্রাণ
জীবন মানে মৃত্যু যে ভাই নিত্য নাড়ে কড়া
আমার কাছে জীবন তবু একটি রঙিন ছড়া।